দেশজুড়ে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে নির্যাতনের শিকার গৃহবধূ

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে যৌতুকের জন্য স্বামী, শশুর, শাশুড়ির অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন এক সন্তানের মা কলি আক্তার। গতকাল ২৫ শে আগস্ট বুধবার টঙ্গীবাড়ি থানায় একটি অভিযোগ দেওয়া হয়। এর আগেও একাধিকবার অসহায় ওই গৃহবধূর ওপর নির্যাতন করে স্বামী ও তার পরিবার। আহত কলি আক্তার কে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

থানায় অভিযোগের তথ্য সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের দেওয়ান বাড়ির শামসুল দেওয়ানের ছেলে জামাল দেওয়ানের সাথে ২ বছর পূর্বে পারিবারিক ভাবে কলি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে জামান দেওয়ান ও তার পরিবার যৌতুক দাবি করে আসছে। মেয়ের সুখের কথা চিন্তা করে কলি আক্তারের বাবা জামান দেওয়ান কে নগদ ১ লক্ষ টাকা যৌতুক দেন। তাপপরও আরও টাকার জন্য কারণে-অকারণে সে নির্যাতন করতে থাকে কলির ওপর।

সর্বশেষ ২৫ আগস্ট জামান ও তার বাবা শামসুল দেওয়ান, মা সালেহা বেগম, বোন নাজু আক্তার এক লাখ টাকা যৌতুক দাবি করে কলি আক্তারের কাছে। কলি টাকা আনতে অস্বীকৃতি জানালে জামান ও তার পরিবার তাকে মারধর করে জখম করে ঘরে বন্দি করে রাখে। কলির চিৎকারের আসে পাশের লোকজন ছুটে এসে কলির পরিবারকে ফোনে বিষয়টি জানায়। খবর পেয়ে কলির মা হনুফা বেগম ও খালা নিলুফা বেগম জামানের বাড়িতে এসে বন্ধ ঘর থেকে কলিকে উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কলি উপজেলার হাসাইল গ্রামের হাসেম মৃর্ধার মেয়ে।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মাহাবুব আলম সুমন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button