ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের শেরপুর জেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন


আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো.শফিকুর রেজা বিশ্বাস ২৫ আগষ্ট ২০২১ বুধবার সরকারি সফর হিসেবে তিনি শেরপুর জেলার বিভিন্ন স্থানে উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রথমেই জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন।
পরবর্তীতে তিনি জেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে জেলার উন্নয়ন পরিস্থিতি, কোভিড পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও বিভিন্ন বিষয়ে মতবিনিময়- করেন। পরে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) শেরপুর সদরের কার্যালয় পরিদর্শন করেন।
এছাড়াও তিনি জেলা পরিষদের উন্নয়ন কাজও পরিদর্শন শেষে অপরদিকে তিনি ঝিনাইগাতি উপজেলাতে বাকাকুড়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। এছাড়া গজনি অবকাশ কেন্দ্র পরিদর্শনকালে পর্যটন বিকাশে বিভিন্ন উন্নয়ন কাজ গ্রহণে দিক নির্দেশনা প্রদান করেন।
তিনি নালিতাবাড়ীর নাকুগাও স্থল বন্দর পরিদর্শনও করেন।এসময় শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদসহ জেলার বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।