চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা প্রদান
ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ একবছর পর একসাথে ২০১৯ ও ২০২০ সালের জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা প্রদান অনুষ্ঠিত হলো। ২ বছরে ৯ গুণীজন ও ১ প্রতিষ্ঠানকে সম্মাননায় ভুষিত করল জেলা শিল্পকলা একাডেমি।
এ উপলক্ষ্যে বুধবার(২৫ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহসিন মৃধার সভাপতিত্বে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দীন আহনেদ শিমুল। এতে বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। এসময় আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, গৌরি চন্দ সিতু, ইসরাইল সেন্টুসহ অন্যরা।
গোলাম ফারুক মিথুনের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল।
জেলা শিল্পকলা একাডেমির ২০১৯ সালের সম্মাননায় ভুষিত গুণীশিল্পীরা হলেন- কণ্ঠসংগীতে গোলাম মোস্তফা, লোকসংগীত গবেষক বিভাগে তাসাদ্দক আহমদ জিন্নাহ, লোক সংস্কৃতি ও ঝান্ডি গান বিভাগে আলাম হোসেন, আবৃতি বিভাগে আমিনুল হক আবির, যন্ত্রসঙ্গীত ও তবলা বিভাগে আজিজুর রহমান আজাদ।
এদিকে ২০২০ সালের মনোনীত গুণীশিল্পীরা হলেন- কণ্ঠসঙ্গীত বিভাগে রফিকুল ইসলাম বাবু, লোকসংস্কৃতি গবেষক বিভাগে ড. সারওয়ার আলো, যন্ত্রশিল্পী বাঁশি বিভাগে সাইফুল ইসলাম অনু, লোক-সংস্কৃতি (আলকাপ) বিভাগে শ্রী সঞ্জয় কুমার ঘোষ এবং সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে ইলামিত্র স্মৃতি সাংস্কৃতিক যুব একাডেমিকে সম্মাননা প্রদান করা হয়। শেষে প্রত্যেক গুণীজনের হাতে সনদ, ক্রেষ্ট ও ১০ হাজার টাকা তুলে দেন অতিথিবৃন্দ।