দেশজুড়ে

সাদুল্লাপুরে বিদ্যুৎ পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল. গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে ইদিলপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামে বিদ্যুৎ পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু। ২৫ আগষ্ট দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ বাড়িতে এ দৃর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ দড়িপাড়া গ্রামের রুবেলের স্ত্রী রোকসানা বেগম (২২) ও আরাজী ছত্রগাছা গ্রামের মৃ নুরুল ইসলামের মেয়ে।

জানা যায় যে,গৃহবধু রোকসানা বেগম প্রতিদিনের ন্যায় গৃহের কাজ করতে ছিলেন। এমতাবস্থায় গরু ঘরে গেলে দরজার পাশে থাকা সকেটের তার স্টীলের দরজায় সাথে লেগে যায়। গৃহবধু রোকসানা বেগম গরুকে খাবার দিতে গেলে এক হাত দরজায় ও অপর হাত চাড়ির পানিতে রাখলে বিদ্যুতে আটকে যায়।

বিষয়টি তারা শাশুড়ি টের পেয়ে উদ্ধার করতে গেলে সেও সক খেয়ে মাটিতে পড়ে যায়। শাশুড়ির আত্মচিৎকার প্রতিবেশীরা দৌড়ে এসে অবস্হা দেখে মেইন সুইচ বন্ধ করে তাদেরকে উদ্ধার করে।

উদ্ধারের পরে গৃহবধূ এক সন্তানের জননী রোকসানা বেগমকে রংপুরের পীরগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়ে দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button