শাহজাদপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় কোর্টে মামলা, এলাকায় ক্ষোভের সৃষ্টি
জাহিদ হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা।সিরাজগঞ্জ কোর্টে মামলা দায়ের। এ ঘটনায় ধর্ষণ চেষ্টাকারীর শাস্তির দাবিতে ফুঁসে উঠছে এলাকাবাসী।
মামলার এজাহার ও স্কুল ছাত্রীর পারিবারিকসুত্রে জানাগেছে, গত ২৯ জুলাই উপজেলার কায়েমপুর ইউনিয়নের চক-হরিপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে হেলাল উদ্দিন পাশের বাড়ীর বাবুল ইসলামের স্কুল পড়ুয়া কন্যা চতুর্থ শ্রেণির ছাত্রী মাহমুদা খাতুন(৯) কে বাড়ীতে ডেকে নিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে মুখে গামছা চেপে ধরে গলায় ছুরি ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এসময় মাহমুদার চিৎকার শুনতে পেয়ে তার বাবা ও মা দ্রুত এগিয়ে গিয়ে লম্পট হেলালের ঘরে প্রবেশ করে নাবালিকা কন্যাকে উদ্ধার করে।
পরে, এলাকার ইউপি সদস্যসহ মাতব্বররা বিচার দেওয়ার কথা বলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
এলাকায় বিচার না পেয়ে ১৯ আগষ্ট মাহমুদার পিতা বাবুল বাদী হয়ে হেলালকে আসামী করে সিরাজগঞ্জ কোর্টে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
মামলার অগ্রগতি ধীরগতিতে হওয়ায় এ ঘটনায় ধর্ষককে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ক্ষোভে ফুঁসে উঠছে এলাকাবাসী