দেশজুড়ে

কালিহাতীতে বাস চাপায় ভ্যানচালক নিহত

জাহাঙ্গীর আলম , কালিহাতী (টাঙ্গাইল) : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অজ্ঞাত বাস চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে কালিহাতী উপজেলার হাতিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহত হয়েছে ওই ভ্যানের এক নারী যাত্রী ।

নিহত ওই ভ্যানচালক উপজেলার সল্লা চরপাড়া গ্রামের কবির (২৭)। আহত ওই নারী একই উপজেলার দেউপুর চকপাড়া গ্রামের শরিফ মিয়ার স্ত্রী মর্জিনা বেগম।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাত ১০ টার দিকে ওই ভ্যানচালক নারী যাত্রীকে নিয়ে হাতিয়া বাসস্ট্যান্ড থেকে সল্লা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। এসময় হাতিয়া ব্রিজ পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাস ওই ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ বাড়িতে নিয়ে যায়। আহত ওই নারীকে উদ্ধার করে সল্লা বাসস্ট্যান্ড নিয়ে যায় স্থানীয়রা। এসময় পুলিশ খবর পেয়ে আহত ওই নারীকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button