দেশজুড়ে
র্যাবের অভিযানে জামালপুরে দুই জন টিকেট কালোবাজারি আটক


আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর রেলওয়ে জংশন ষ্টেশন থেকে দু’জন কালোবাজারিকে আটক করেছে র্যাব-১৪। আটকৃতরা হলেন লিটন মিয়া (৪০) ও সুমন মিয়া (৩৫) মঙ্গলবার দুপুরে র্যাব-১৪ জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটকৃতরা জামালপুর পৌরসভার সাহাপুর এলাকার বাসিন্দা। র্যাব সূত্রে জানা যায় আটককৃত ওই দুই জন দীর্ঘদিন ধরে জামালপুর রেলওয়ে ষ্টেশন এলাকায় বিভিন্ন কৌশলে অবৈধ ভাবে টিকেট কালোবাজারি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক লিটন মিয়াকে ২ মাসের এবং সুমন মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন