গোবিন্দগঞ্জে সতের কেজি গাঁজাসহ আটক ৭ : দু’টি সিএনজি জব্দ
ছাদেকুল ইসলাম রুবেল. গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সতের কেজি ৭ গ্রাম গাঁজাসহ ৭ জন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৩। এসময় দু’টি সিএনজি জব্দ করা হয়।সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যায় র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানির ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৩ আগস্ট) সকালে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ বাসস্ট্যান্ড বনফুল হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে সতের কেজি ৭ গ্রাম গাঁজা এবং দু’টি সিএনজি জব্দ করাসহ ৭ জন মাদক করবারী আটক করে।
আটককৃত হলেন, লালমনিরহাট জেলার মামুন মিয়া (২২), মমিদুল হক (২৩), রাজিনুর রহমান (২৩), শ্রী বিশাদ রায় (২৫) সঞ্জিব রায় (২১),নুরুজ্জামান (৪০) ও গাইবান্ধা জেলার পাভেল সরকার (২৬)।আটককৃতদেন বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক নিয়ন্ত্রন মামলা দায়ের করেছে।