সরিষাবাড়ীতে পাট চাষীদের প্রশিক্ষণ

0
115

তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারণ প্রকল্পের আওতায় জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

উপজেলা পাট কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,উপজেলার পোগলদিঘা, পিংনা,আওনা,সাতপোয়া,ভাটারা, মহাদান এ ছয়টি ইউনিয়নের ৫০ জন পাট চাষীকে প্রশিক্ষণ দেওয়া হয়। উন্নত পাট ও পাট বীজ চাষ বিষয়ে পাট চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শিহাব উদ্দিন আহমদ।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মিজান উদ্দিন,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার,মুখ্য পরিদর্শক মঞ্জুরুল হক,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,সরিষাবাড়ী উপ-সহকারী উন্নয়ন কর্মকর্তা মোঃ রিফাত হোসেন প্রমুখ।

সরিষাবাড়ী উপ-সহকারী উন্নয়ন কর্মকর্তা মোঃ রিফাত হোসেন বলেন, ৫০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।