ধামরাইয়ে বিকাশের দোকানে মাত্র ৩ মিঃ ৪১ সেকেন্ডে সাড়ে চার লক্ষ টাকা চুরি
রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার ধামরাই ইউনিয়নের শরীফবাগ বাজারের বিকাশের দোকানদার রফিকুল ইসলামকে বিভিন্ন কৌশলে ব্যস্ত রেখে বিকাশের দোকান থেকে সাড়ে চার লক্ষ টাকা নিয়ে চার চোর অন্যত্র স্হান ত্যাগ করে কেটে পরে।
সোমবার (২৩শে আগস্ট-২০২১ খ্রীষ্টাব্দ সকাল সাড়ে আটটার দিকে ৪ ডাকাত আসে ধামরাই ইউনিয়নে শরীফবাগ রফিকুল ইসলামের বিকাশের দোকানে। তাহারা প্রথম এসে একটা চার্জার ক্রয় করে। তারপর একেক একেক ভাবে দোকানীকে ব্যস্ত রাখে,নানা অজুহাতে। এক পর্যায়ে দোকানী কাছেই প্রিন্টার মেশিনে কাজ করতে গেলে, ইত্যবসরে টাকার পোটলা নিয়ে ৪ জন আস্তে আস্তে কেটে পরে।কি সুন্দর ভাবে টাকা গুলো নিল।
এ ব্যাপারে ধামরাই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানা যায় ।পুলিশ মাঠে নেমেছে। যদি কেউ ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাবদ্দিন এর ফেইজ বুকের কোন বন্ধু লোকগুলোকে চিনেন তাহলে শাহাবুদ্দিন এর মেসেঞ্জারে দ্রুত নক করার জন্য শাহাবুদ্দিন চেয়ারম্যান সকলের কাছে আহবান জানিয়েছে। আর যদি সম্ভব হয় তবে দয়া করে শেয়ার করবেন যেন দ্রুত ডাকাতদের আইনের আওতায় আনা যায়। তাই দোকানীর দোকানে সিসি ক্যামেরায় ধারন করা ভিডিও চিত্র সংরক্ষণ করা আছে।