দেশজুড়ে

ধামরাইয়ে রাস্তা পাকাকরন ও ব্রিজ নির্মাণ কল্পে ইউএনও এর নেতৃত্বে এলাকা পরিদর্শন

রনজিত কুমার পাল ( বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের আমড়াইল গ্রামে গ্রামবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে একটি ব্রিজ নির্মাণ এবং মাটির রাস্তা পাকা করার উদ্যোগ গ্রহণের উদ্দেশ্যে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী, উপজেলা প্রধান প্রকৌশলী মোঃ আজিজুল হক এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান এর এলাকা পরিদর্শন।

সোমবার (২৩শে আগস্ট -২০২১ খ্রীস্টাব্দ)ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের আমড়াইল রামভদ্র পাড়ার বংশী নদীর উপর কাঠের নির্মিত ব্রিজ ও আমড়াইল রামভদ্র পাড়ার শ্রমিক বাজারে যাওয়ার মাটির রাস্তা পাকা করার উদ্দেশ্যে পরিদর্শন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী, উপজেলা প্রধান প্রকৌশলী মোঃ আজিজুল হক এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান।

এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী (এছাক) সহ যাদবপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও অন্যান্যরা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button