দিনাজপুরে পৃথক ২টি স্থানে বজ্রপাতে ৭ জনের মৃত্যু
শিমুল,দিনাজপুর : দিনাজপুরে পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলার ৮ নং উপশহর এলাকায় বিকেলে মাঠে ফুটবল খেলার সময় বৃষ্টি আসলে পুকুর পাড়ে টিনের সেডে আশ্রয় নেয় ক্ষুদে খেলোয়াড়রা। এসময় সেখানে বজ্রপাতে নিহত হয় ৪ জন কিশোর এবং আহত হয় ৩ জন। এর পরেই বিকেল ৪টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে একসাথে ৩ জন যুবক নিহত হয়।
দিনাজপুর সদর উপজেলায় নিহতরা হচ্ছে- আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৩), বাবুল হোসেনের ছেলে আপন (১৪), মৃত সিদ্দিক হোসেনের ছেলে হাসান আলী (১২) ও সাজু মন্ডলের ছেলে মিম মন্ডল (১৩)। আহতরা হচ্ছে মমিনুল ইসলাম (১৩), আতিক (১৫) এবং অপর আর একজন। হতাহতদের সকলেরই বাড়ী দিনাজপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন ৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার পরপরেই উপজেলা নির্বাহী কর্মকতা মুর্তজা আল মুঈদ এবং পুলিশের কর্মকতারা হাসপাতালে নিহত ও আহতদের খোজখবর নেন। এসময় তিনি নিহতদের ২৫ হাজার টাকা এবং আহতদের ১০ হাজার টাকা প্রদান করেন।
এদিকে চিরিরবন্দরে বজ্রপাতে ৩ যুবকের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনাটি ঘটে আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ সুকদেবপুর গ্রামের পীর পাড়ায়।