কাহারোলে ইউএনও এবং এ্যাসিল্যান্ডকে অপসারনের দাবিতে মৎস্যজীবিদের মানববন্ধন


শিমুল,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান এবং সহকারি ভুমি কমিশনার মীর মোহাম্মদ আল কামাল তমাল’কে অপসারনের দাবিতে সোমবার উপজেলার আমতলা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে মৎস্যজীবিসহ স্থানীয়রা। সরকারি খাস জলমহাল বরাদ্ধে নিয়মনীতি উপেক্ষা এবং উৎকোচের বিনিময়ে লীজ দেওয়াসহ ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন তারা।
আন্দোলকারিদের অভিযোগ, জীবিকা নির্বাহের জন্য স্থানীয় নাহার পুকুর এবং ডুলি পুকুরসহ কিছু জলাশয় মৎস্যজীবীদের মাঝে বরাদ্ধ দিতে এলাকার এমপি মনোরঞ্জন শীল গোপালের সুপারিশ এবং জেলা প্রশাসকের নিদের্শনা ছিল। কিন্তু নির্দেশ উপেক্ষা করে ছাড়পত্র দেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান এবং সহকারী ভূমি কমিশনার মীর মোহাম্মদ আল কামাল তমাল। উৎকোচের বিনিময়ে ওই দুই কর্মকর্তা তুলনামূলক কম দরদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুকুর জলাশয় বরাদ্ধ দিয়েছেন বলে অভিযোগ করছেন মৎস্যজীবিরা।
এতে স্থ্নাীয় হতদরিদ্র শিক্ষিত বেকার যুবক এবং মৎস্যচাষীসহ সুফলভোগীরা আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছেন বলে দাবি করেছেন তারা। দুর্নীতিতে জড়িত কর্মকর্তার দ্রুত অপসারণসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মৎস্যজীবিরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসুয়ারা মৎসজীবি সমিতির সভাপতি আব্দুল কাদের আব্দুল মতিন, আতাউর রহমান এবং সুকুমার রায়সহ অন্যান্য মৎস্যজীবিরা।