দেশজুড়ে

নেত্রকোণায় ৯ম শ্রেনীর ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলার পৌরসভা এলাকার কুড়পার নামক এলাকার ভূইয়া বাড়ির তোফায়েল হোসেন (তমাল) নামের এক ৯ম শ্রেনীর ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২৩ আগস্ট) দুপুর আনুমানিক বেলা ২ টার দিকে নিজ বসত ঘরে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার লোকজনের সহায়তায় মৃতের মা ও বোন মিলে তোফায়েল হোসেনকে গলায় ফাঁস দেওয়া গামছা খুলে জেলা সদর হাসপাতালে নিয়ে যায় পরে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার এস আই আবুল কালাম সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গলায় ফাঁস লাগিয়ে মারা য়ায়, লাশ জেলা সদর হাসপাতালে আইনি কাজ প্রক্রিয়াধীন আছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button