দেশজুড়ে

জামালপুরের মাদারগঞ্জে বড় ভাইয়ের দোকানে ছোট ভাইয়ের রহস্যজনক মৃত্যু

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুরে জেলার মাদারগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের দোকানের ভেতর ছোট ভাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরে ঝাঁপ ভেঙে ছোট ভাই শিপু ঘোষের (২৩) লাশ উদ্ধার করেছে মাদারগঞ্জ থানা পুলিশ। শিপু ঘোষ বালিজুড়ী ঘোষপাড়া এলাকার শংকর ঘোষের ছেলে।

২৩ আগস্ট ২০২১ সোমবার সকাল নয়টার দিকে উপজেলার বালিজুড়ী এলাকায় নির্মাণাধীন পৌর ভবনের সামনে একটি মনিহারি দোকান থেকে শিপু ঘোষের লাশটি উদ্ধার করা হয়।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক গণমাধ্যমকে জানান, রাতে মাঝেমধ্যেই বড় ভাই টুটনের মনিহারি দোকানের ভেতরেই ঘুমাতেন শিপু ঘোষ। তিনদিন আগে বড় ভাই শ্বশুর বাড়িতে গেলে তিনি দোকানেই থাকতেন। সকালে মা অর্চনা রানী তাকে ডাকতে যান। অনেক ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পাওয়ায় দোকানের ঝাঁপ ভেঙে ভেতরে গিয়ে শিবুকে মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেলের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় এলাকাবাসী অনেকেই তার এই রহস্যজনক মৃত্যুতে ধারণা করছে, রাতে হয়তো তিনি কোন কারনে আত্মহত্যা করেছেন। সূত্রে আরও জানা যায়, তার শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button