দেশজুড়ে
শ্রীনগরে আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের করোনা টিকাদানে রেজিস্ট্রেশন ক্যাম্পেইন


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “সুরক্ষার জন্য নিবন্ধন” এই শ্লোগানকে সামনে রেখে শ্রীনগরে করোনা টিকাদানে রেজিস্ট্রেশন ক্যাম্পেইনের “মমতা ও সেবা বুথ” চালু করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার ষোলঘর এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মিত গৃহে ও আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের জন্য কোভিট-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আজিজুল ইসলাম।
ইউএনও প্রণব কুমার ঘোষ জানান, আজ ও আগামীকালের মধ্যে উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মিত গৃহ ও আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের কোভিট-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করা হবে। কেউ যেন এই সেবা থেকে বাদ না পরে সে জন্যই সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।