দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ৭৮ বোতল ফেন্সিডিল সহ আটক ১

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৭৮ বোতল ফেন্সিডিল সহ ১ ব্যক্তিকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামী হলো জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপর-চাকপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে রবিউল ইসলাম ওরফে রুবেল (২৩)।

ডিবি সুত্রে জানা যায়, পুলিশ সুপার এএইচ আব্দুর রকিব বিপিএম-পিপিএম (বার) এর নির্দেশনায় ও ওসি-ডিবি বাবুল উদ্দিন সরদারের তত্ত্বাবধানে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ আগষ্ট) দুপুর সোয়া দু’টার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড়-ধাইনগর ঘাট এলাকা থেকে ঐ মাদক ব্যবসায়ীকে ৭৮ বোতল ফেন্সিডিল মোটরসাইকেলে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের চৌকস অফিসার আসগার আলী জানান, মাদক ব্যবসায়ী রুবেল বিশেষ কায়দায় ৭৮ বোতল ফেন্সিডিল মোটরসাইকেলের বডির ভিতর সেটিং করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় সঙ্গীয় ফোর্স নিয়ে সুকৌশলে তাকে আটক করতে সক্ষম হই।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ডিবি পুলিশের এই চৌকস অফিসার। পুলিশ সুপার এএইচ এম আব্দুর রকিব বিপিএম-পিপিএম (বার) এর নির্দেশনায় ও ওসি-ডিবি বাবুল উদ্দিন সরদারের সার্বিক তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button