নাটোরে প্রতারণার অভিযোগে দুই ভুয়া র্যাব আটক


জেলা প্রতিনিধি, নাটোরঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর দুই ভুয়া র্যাব আটক করেছে র্যাব । রোববার সন্ধ্যায় তাদের আটক করা হয়েছে। আটককৃত দুই ভুয়া র্যাব জেলার সকল ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কাছে গিয়ে একটি করে তথ্য ফরম পূরণ করিয়ে মনোনয়ন পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করছিলেন।
র্যাব ৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সানরিয়া চৌধুরী সাংবাদিকদের জানান, আটক দুই ভুয়া র্যাব সেলিম মোর্শেদ (৩৪) ও এরশাদ আলী (৩৫) পাবনা জেলার সাথিয়া উপজেলার অধিবাসী। কয়েক বছর আগে সেলিম মোর্শেদ পুলিশে চাকুরী করতো। সে সময় সে র্যাবে সংযুক্ত ছিল। মানুষের সাথে প্রতারণার কারণেই সে চাকুরীচুত্য হয়। ঐ সময় তার র্যাব ও পুলিশের যে ব্যাচ ও পরিচয়পত্র ছিল সেগুলো দেখিয়ে এখনো প্রতারণা চালিয়ে যাচ্ছে।
গত শুক্রবার প্রথমে প্রতারক সেলিম মোর্শেদ তার আরেক সহযোগী এরশাদ আলীকে সাথে নিয়ে বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নীলুফা ইয়াসমিন ডালুর কাছে গিয়ে এমন একটি ফরম পূরণ করান। পরে তিনি কিছু খাবার খরচ দিলে নাখোস হয়ে ফিরে যান। রোববার পুনরায় একই উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালামের কাছে গিয়ে আগের মতো র্যাবের হেড অফিসের স্পেশাল ব্যাঞ্চ এর লোক এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ণ প্রত্যাশীদের তালিকা প্রণয়নে নিয়োজিত বলে পরিচয় দিয়ে একটি করে ফরম পূরণ করান এবং টাকা দাবী করেন।
এ সময় বিষয়টি উভয় চেয়ারম্যান র্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সানরিয়া চৌধুরীকে জানালে তাৎক্ষনিক তারা গোপালপুরে গিয়ে এই দুই ভুয়া র্যাব সদস্যকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নীলুফা ইয়াসমিন ডালু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।