দেশজুড়ে

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

ছাদেকুল ইসলাম রুবেল. গাইবান্ধা: করোনা ভাইরাস কোভিড ১৯ মোকাবেলায় ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন বীর মুক্তিযোদ্ধা মেজর(অবঃ) মফিজুল হক সরকার।

২৩ আগস্ট(সোমবার)সকাল ১১টায় অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আনিসুর রহমানের হাতে তুলে দেন তিনি।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মেজর(অবঃ) মফিজুল হক সরকার বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং আমাদেরকে যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নের জন্য কাজ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপেক্সের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পলাশবাড়ীর মানুষ যাতে ভাল চিকিৎসা সেবা পায় এ বিষয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button