কালিহাতীতে জাল রাজস্ব স্ট্যাম্প লাগানো পাখি স্পেশাল বিড়িসহ দুজন আটক
জাহাঙ্গীর আলম, কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতীতে জাল রাজস্ব স্ট্যাম্প লাগানো ৩২হাজার ২শত ৬৫ প্যাকেট পাখি স্পেশাল বিড়িসহ দুজনকে আটক করেছে র্যাব-১২। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৮০ হাজার ৭ শত ৭০ টাকা। আটককৃতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকার মো. খলিল মোল্লার ছেলে মো. ফরিদ মোল্লা (৩০) ও একই এলাকার মো. আতিয়ার আলী শেখের ছেলে মো. মুরাদ আলী শেখ (৩১)।
সোমবার (২৩ আগস্ট) দিনগত রাত সাড়ে ৩ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ইছাপুর থেকে তাঁদেরকে আটক করা হয়।
র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার দয়াল বাবা জহুর আলী মুন্সী হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাঁদেরকে আটক করে কালিহাতী থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, বিশেষ ক্ষমতা আইনে মামলা পূর্বক তাঁদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।