লিডোর আয়োজনে হয়ে গেল পথনাটক ও পথচিত্র প্রদর্শনী


শিশু মানে কেবলই শিশু। শিশুর নেই আলাদা কোনো নাম কিংবা পরিচয়। সমাজে সব স্তরের শিশুরাই শুধুমাত্র শিশু বলে পরিচয় পাবে। পথশিশু বলে কোনো শিশু থাকবে না কিংবা সবার মতোই পথে বসবাসকারী শিশুগুলোও পাবে পূর্ণ মর্যাদা। এই প্রত্যাশাকে মাথায় রেখে আর পথশিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা লিডো ২২ আগস্ট, ২০২১ তারিখ রাজধানী ঢাকার লক্ষ্মীবাজারস্থ বাহাদুরশাহ্ পার্কে আয়োজন করলো পথনাটক “কোথায় আমার ঘর?” ও পথচিত্র প্রদর্শনী “পথশিশু: বাংলাদেশের এক করুণ উপাখ্যান”
দীর্ঘদিন যাবৎ পথশিশুদের সুরক্ষা ও অধিকার এর বিষয়ে আদায়ে কাজ করা লিডোর জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে “ওয়ার্ডস টু রিয়েলিটি: প্রোমোটিং স্ট্রীট চিল্ড্রেন’স রাইটস ইন বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের অধীনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন লিডো গঠিত ”পথশিশু টাস্কফোর্স” এর শিশু সদস্যরা। পথশিশুদের দুঃখ দুর্দশা আর তাদের পথের জীবনের নানা দিক উক্ত নাটক এবং চিত্রপ্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়। সেই সাথে জনসাধারণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এসকল শিশুদের প্রতি সদয় ও সচেতন হওয়ারও আহবান করা হয় নাটিকাটির মাধ্যমে। সেইসাথে করোনা মহামারীতে পথশিশুদের প্রতি সকলের করণীয় বিষয়বস্তু সম্বলিত প্রচারপত্রও বিলি করা হয় উক্ত আয়োজনের মাধ্যমে।
আয়োজনটির সার্বিক সহযোগিতায় ছিল কমনওয়েলথ ফাউন্ডেশন ও কনসোর্টিয়াম ফর স্ট্রীট চিল্ড্রেন-সিএসসি। নাটকটির নির্দেশনায় ছিলেন নাট্য ও মানবাধিকারকর্মী আসমা আক্তার লিজা। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সূত্রাপুর ও কোতোয়ালি থানার কর্মকর্তাগণ স্থানীয় কাউন্সেলরের একান্ত সচিব এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ।