দিনাজপুরে সমবায় রেষ্টুরেন্টের উদ্ধোধন


শিমমুল, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে সমবায় রেষ্টুরেন্টের উদ্ধোধন করলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি এডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই ।
২২ আগষ্ট দুপুরে দিনাজপুর আদালত চত্বরে সমবায় ব্যাংক লিমিটেড ভবনে এই রেষ্টুরেন্টের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি এডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ: সাইফুল ইসলাম । এসময় অতিথিরা ফিতা কেটে রেষ্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং রেষ্টুরেন্টের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
রাবেয়া খাতুন রানু মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নারীর ক্ষমতায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সারাদশেই বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, আমরা দেশের সুবিধাবঞ্চিত নারীর ক্ষমতায়ন ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করছি তাই আপনারা নানামুখী উদ্যোগ নিয়ে মাঠে ময়দানে কাজ করুন আমরা আপনাদের পাশে আছি ও থাকবো ।