রূপগঞ্জে করোনা সচেতনতায় হাইওয়ে পুলিশের মাস্ক বিতরণ

0
84

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাস সম্পর্কে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে চলাচলরত যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে সচেতনতার সৃষ্টির লক্ষ্যের হাইওয়ে পুলিশের উদ্যোগে মাষ্ক ও খাবার পানি বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে ঢাকা-সিলেট উপজেলার ভুলতা, তারাব, বরপা এলাকায় ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর সালাহ উদ্দিনের উদ্যোগ এ মাস্ক ও পানীয় বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, হাইওয়ের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের হোসেন, ভুলতা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রতন, আরমান, শফিক, আমিনুল, ইসমাইলসহ আরো অনেকে।

পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর সালাহ উদ্দিন জানান, করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। সংক্রমণ রোধে বর্তমানে মাস্ক পড়া খুব জরুরী। এ কারণে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে চলাচলরত যানবাহনের চালক ও যাত্রীদের মাস্ক বিতরণ করছি। চলাচলের যাত্রীদের দূর্ভোগ লাঘবে খাবার পানীয়ও বিতরণ করছি।