দেশজুড়ে
করোনায় সিলেট বিভাগে আরও ১২ জনের মৃত্যু


করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন মারা যাওয়াদের মধ্যে ছয়জন সিলেট ও দুইজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাকি চারজনের মৃত্যু হয়েছে। রবিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান।
এদিকে নতুন করে সিলেট জেলায় ৮১ জন, সুনামগঞ্জে ২৪ জন, হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ২৬০ জন। এ বিভাগে করোনায় মারা গেছে ৯৮৪ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৩৯০ জন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন।