দেশজুড়ে

হাঁস পালনে স্বাবলম্বী হয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার বাবুল ইসলাম

ফরিদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও:  হাঁস পালনে স্বাবলম্বী হয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার বাবুল ইসলাম । হাঁস পালন একটি লাভজনক পেশা এই হাঁস পালন করে অনেক বেকার যুবক স্বাবলম্বী হচ্ছেন । ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের কিসমত তেয়ারীগাঁও এলাকার অল্প শিক্ষিত-দরিদ্র বাবুল ইসলাম বর্তমানে তিনি হাঁসের খামার করে স্বাবলম্বী হয়েছেন তার সংসারে এনেছেন স্বচ্ছলতা । মুক্তি পেয়েছেন আর্থিক দৈন্যতা থেকেও। কঠোর পরিশ্রম আর অভিজ্ঞতার ফলে যে কোনো কাজে যে কেউ স্বাবলম্বী হতে পারেন বলে প্রমাণ করেছেন বাবুল ইসলাম ।

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মধ্যে তিনি একজন সফল হাঁস খামারি হিসেবে পরিচিত । সুখের আশায় বাড়ির সবাই এ খামারে পরিশ্রম করে চলেছেন । সুদিনের মুখও দেখতে শুরু করেছেন তার পরিবার । তিনি ১০/১২ বছর থেকে এই খামার করে আসছেন। প্রতি মাসে খামার থেকে ২০ থেকে ৩০ হাজার টাকা আয় হয়।

খামার থেকে অর্জিত আয় দিয়ে এখন ছেলে মেয়েদের পড়ালেখা, সংসারের খরচ সবই চলছে।আগামীতে বাবুল ইসলাম তার খামারটি আরও বড় করার জন্য চেষ্টা করছেন। তাকে দেখে অনেক দরিদ্র পরিবার হাঁস পালনের মধ্য দিয়ে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন । কিছুদিন আগেও বাবুল ইসলামের পরিবারে অভাব অনটন ছিল নিত্যসঙ্গী।

আর এ অভাবের তাড়নায় পেটের দায়ে বাবুল ইসলাম কিশোরগঞ্জ এলাকায় হাঁস-মুরগির একটি খামারে দীর্ঘদিন চাকরি করেছেন। সেখানকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি নিজ এলাকায় হাঁসের খামার করার পরিকল্পনা করেন । বর্তমানে তার খামারে প্রায় চারশত বিভিন্ন জাতের হাঁস রয়েছে ।তবে খাকী ক্যাম্বল জাতের হাঁস পালন করে তিনি অধিক লাভবান হচ্ছেন।

খাকী ক্যাম্বেল জাতের হাঁস ২৪ মাস বয়স পর্যন্ত নিয়মিত ডিম দেয় ও পরে আস্তে আস্তে ডিম দেয়া কমতে থাকে বলে জানান তিনি। বিভিন্ন এলাকা থেকে খামারীরা তার কাছে হাঁস ও হাঁসের ডিম ক্রয় করতে আসেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button