চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি সাড়ে ৭’শ গ্রাম হেরোইন উদ্ধার


ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ৫৯ বিজিবি’র সদস্যরা পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৩৫ লক্ষ টাকার ১ কেজি সাড়ে ৭’শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।
গতকাল শনিবার ভোর রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া এলাকায় এ অভিযান চালায় বিজিবি সদস্যরা। ৫৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে সোনামসজিদ, আজমতপুর এবং চকপাড়া বিওপির পৃথক দু’টি টহল দল গতকাল শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে চকপাড়া সীমান্ত পিলার ১৮৩/৪ হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া স্থানে উভয় টহল দল তল্লাশী অভিযান চালিয়ে ১ কেজি সাড়ে ৭’শ গ্রাম হেরোইন উদ্ধার করে।
তিনি আরো জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।