দেশজুড়ে

শ্রীনগরে হিমাগারে আলুতে পচনের অভিযোগ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর কোল্ড ষ্টোরেজ লিঃ নামক একটি আলু সংরক্ষণাগারে আলুতে পচনের অভিযোগ উঠেছে। উপজেলার শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের আটপাড়ায় অবস্থিত ওই হিমাগারে এনিয়ে গত শনিবার সকালে স্থানীয় কৃষক ও বেপারীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

ইউনুছ গ্রুপের আওতাধীন হিমাগারটির ধারণ ক্ষমতা প্রায় ১ লাখ ২২ হাজার বস্তা আলু। এসব আলু রাখার জন্য হিমাগারে রয়েছে ৩টি চেম্বার। টেকনিক্যাল কারণে হিমাগারে এসব আলুতে পচন ধরেছে এমনটাই অভিযোগ করেন ভূক্তভোগীরা। কারণ হিসেবে তারা জানান পূর্বের একজন সহকারীকে হিমাগারের ফোরম্যানের দায়িত্ব দেওয়ার কারণেই হিমাগারে চেম্বারে তাপমাত্রা সঠিক নিয়মে হয়নি। একদিকে আলুর বাজারে ন্যায্য মূল্য না পাওয়া অপরদিকে হিমাগারে আলুর পচন ধরা নিয়ে স্থানীয় কৃষকরা এখন দিশেহারা। মুন্সীগঞ্জ তথা ঐতিহ্যবাহী বিক্রমপুর অঞ্চলে ব্যাপক আলুর চাষ করা হয়।

সরেজমিনে গিয়ে জানা গেছে, হিমাগার থেকে বের করা হচ্ছে আলু। বস্তা খুলতেই পচা ও সোট্টা আলোর পরিমান বেশী লক্ষ্য করা গেছে। এসব আলু হিমাগারের শেডে ঢেলে শ্রমিকরা আলু শোডিং (বাছাই) করছেন।

এ সময় আজিবর নামে এক কৃষক অভিযোগ করেন তার ৫০ কেজি ওজনের ২২২ বস্তা আলু হিমাগার থেকে বের করা হয়। এর মধ্যে ১৯ বস্তা আলুই পচা। জয়নাল দেওয়ান, সিরাজ বেপারী, কাইউম বেপারী, রিপন বেপারীসহ অনেকেই জানায়, অন্যান্য বছরের তুলনায় এ বছর এখানকার হিমাগারে রাখা আলুর পচন অনেকাংশেই বেশী মনে হচ্ছে। আলুর পচন ধরাসহ বেশীরভাগ আলুই সোট্টা হয়ে গেছে। হিমাগারে তাদের হাজার হাজার বস্তা আলু রাখা আছে। এ অবস্থায় হিমাগারে রাখা আলু নিয়ে তারা দুশ্চিন্তার মধ্যে আছেন। সবমিলিয়ে এখনও হিমাগারে প্রায় ১ লাখ বস্তা আলু রয়েছে।

তারা বলেন, এ বিষয়ে হিমাগারের ম্যানেজারের কাছে তারা অভিযোগ করেছেন। এ সময় বিল্লাল নামে এক বেপারী বলেন, আজ প্রতি কেজি আলু ১২ টাকা দরে প্রায় ২০০ বস্তা আলু ক্রয় করেন। বস্তা খুলতেই সোট্টা আলুর পরিমান বেশী পাওয়া যাচ্ছে। আলু শোডিংয়ের পরে সিলেট অঞ্চলে পাঠাবেন তিনি।

শ্রীনগর কোল্ড ষ্টোরেজ লিমিটেডের ম্যানেজার মো. শিশির আহম্মেদ সাংবাদিকদের বলেন, হিমাগারে টেকনিকেল কারণে এসব আলুর সমস্যা হচ্ছে এটা পুরোপুরি সত্য নয়। অনেক সময় অপরিপক্ক আলুর ক্ষেত্রে এমনটা হতে পারে। সহকারীকে পদোন্নতি দিয়ে ফোরম্যানের দায়িত্ব দিয়েছেন হিমাগার কর্তৃপক্ষ।

তিনি আরো বলেন, তার পরেও যেহুতু একটি অভিযোগ উঠেছে এ বিষয়ে আমি হেড অফিসকে জানিয়েছি। হিমাগার কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button