দেশজুড়ে

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির চাকুরীর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রধান গেটের সামনে চাকুরীর দাবীতে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ।

রবিবার সকাল ১০ টায় তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকার সংগঠনের দলীয় কার্যালয় থেকে সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ ও সভাপতি মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে ২ শতাধিক শ্রমিক নিয়ে চাকুরীর দাবীতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে সকাল ১১ টায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেটের সামনে ঘন্টা ব্যাপি চাকুরীর দাবীতে এক মানববন্ধন করেন।

মানববন্ধন শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ বলেন, ২০১৭ইং সাল থেকে আমরা কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকুরীর দাবীতে ন্যায় সংঙ্গত আন্দোলন করে আসছি। আমরা ১৫৩ জন শ্রমিকের মধ্যে ২০ জন শ্রমিককে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ নিয়োগ দিলেও বাকি ১২৩ জন শ্রমিককে এখন পর্যন্ত নিয়োগ প্রদান করছেন না। আমরা ন্যায় সংঙ্গতভাবে ধারাবাহিক আন্দোন করে আসছি। এই আন্দোলন এর মধ্যে দিয়ে বহুবার কর্তৃপক্ষকে নিয়োগের দাবী জানিয়ে লিখিতভাবে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছি।

২০১৮ ইং সালে প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রীকেও লিখিত অভিযোগ দিয়েছি, তারপরেও আমাদেরকে এখন পর্যন্ত সেই দাবী মেনে নেওয়া হচ্ছে না। বরং আমাদের বিরুদ্ধে ৩ থেকে ৪টি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। পরিতাপের বিষয় তাপবিদ্যুৎ কেন্দ্রে কতিপয় কর্মকর্তা বারবার কিছু শ্রমিককে নিয়োগ দিচ্ছে। এতে সংগঠনের দক্ষ শ্রমিক থাকলেও তাদেরকে নেওয়া হচ্ছে না। আমরা পরিবার পরিজন নিয়ে ২০১৭ থেকে বর্তমান পর্যন্ত কষ্টে জীবনযাপন করছি। আগামী ২৯ তারিখ এর মধ্যে আমাদের ন্যায দাবী মেনে না নিলে আমরা কঠোন আন্দোলনে যেতে বাধ্য হব। মাননীয় প্রধান মন্ত্রী কাছে আমাদের অনুরোধ তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের বিষয়টি দ্রুত সমাধান করার জন্য আপনার হস্তক্ষেপ কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মোঃ মাজেদুল ইসলাম, মদন চন্দ্র পাল, মোঃ মোস্তাফিজুর রহমান, শ্রী বিধান চন্দ্র রায়, শেখ আজাদ, নুর আলম, আরিফুল ইসলাম মঞ্জুরুল ইসলাম, হাবিবুর রহমান, মাসুদুর রশিদ সহ সংগঠনের দুইশতাধিক শ্রমিক। এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button