রামগঞ্জে রেনেড হামলায় নিহত শহীদদের স্বরনে আলোচনা সভা ও দোয়া
পারভেজ হোসাইন, রামগঞ্জ: বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় আইভি রহমান সহ ২৪ জন নিহতের ঘটনার মুল হোতাকারী তারেক রহমান সহ সকল খুনিদের ফাঁসির দাবিতে রামগঞ্জ পৌরসভা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ আগস্ট) বিকেলে রামগঞ্জ পৌরসভার হলরুমে পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহানের সঞ্চালনায় এই আলোচনা সভা ও দোয়ার আয়োজন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আবদুল হান্নান বাবু, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মামুন আল রশিদ মামুন, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আমিন বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শান্ত, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন শান্ত, পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জীবন সিদ্দীকি, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম নবাব, পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরান হোসেন রাজু, সাবেক ছাত্রলীগ নেতা আরিফ হোসেন ভূঁইয়া, শাওন, তারেকসহ প্রমুখ।