হাতীবান্ধায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়


পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধিঃ “স্বাস্থ্য সচেতনতা মানতে হবে, রক্তের গ্রুপ জানতে হবে” এই এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘টিম সুপ্রভাত’ ৬ আগষ্ট ২০২১ থেকে শুরু করে এখন পর্যন্ত চলমান রেখেছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।
ইত্যেমধ্যেই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নের সিন্দুর্না, পাটিকাবাড়ী, ডাউয়াবাড়ী চর এলাকা ও বিভিন্ন গ্রামে এবং স্কুল, কলেজ, মাদ্রাসায় বিনা মুল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে ‘টিম সুপ্রভাত’ নামে এই স্বেচ্ছাসেবী সংগঠন।
সুপ্রভাতের সভাপতি গোলাম মাহমুদ সহযোগী সংস্থা “ইনভিন্সিবল স্মাইল” এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, “ইনভিন্সিবল স্মাইল” যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের পাশে সাহস হয়ে কাজ করছে। আমরা এই দশ দিনে প্রায় ৪,০০০ মানুষের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করতে পেরেছি। এই কাজটি আরো কিছুদিন চালিয়ে যেতে চাই।”
অপরদিকে সহযোগী সংস্থা “ইনভিন্সিবল স্মাইল” এর প্রতিষ্ঠাতা হৃদয় হোসান জানান,
“আমি এই তরুণদের ভাল কাজের প্রতি উৎসাহ, তাদের মেধা, গতি ও পরিশ্রম কারার মানসিকতায় মুগ্ধ।
তিনি আরো বলেন, রক্তের গ্রুপ জানার প্রয়োজনীয়তা অপরিহার্য এ ব্যাপারে কারোর দ্বিমত পোষণ করার নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে অধিকাংশ মানুষ তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অজ্ঞাত। নিঃসন্দেহে সুপ্রভাত তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তাদের এই মহান কাজের সহযোগী হতে পেরে গর্বিত।