রামপালে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট স্মরনে ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া
সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলায় নিহত শহীদের স্মরণে রামপালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে ৷ শনিবার (২১ আগষ্ট) সকালে রামপাল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ছাত্রলীগ এই কর্মসূচীর আয়োজন করে ৷
উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট জেলা আওয়ামীলীগ সহসভাপতি মোল্লা আঃ রউফ, জেলা আওয়ামীলীগ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শেখ আঃ জলিল, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সদরের বেসরকারিভাবে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন,তরফদার মাহফুজুল হক টুকু, জেলা পরিষদ সদস্য অসিত বরন কুন্ডু,উজলকুড় ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুন্সী বোরহান উদ্দীন জেড, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,রামপাল উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সরদার বোরহান উদ্দিন,জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজু,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক চয়ন মন্ডল সহ ছাত্রলীগ নেতাকর্মীরা ৷
এদিন ১৫ই আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় ৷