জাতীয়

একদিনেই শিশু হাসপাতালে ভর্তি ৮০ ডেঙ্গু রোগী

ঢাকা শিশু হাসপাতালে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৭ শিশু আইসিইউতে ভর্তি আছে। শনিবার ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সফি আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা শিশু হাসপাতালের পরিচালক বলেন, বিগত বছরের তুলনায় চলতি বছর সবচেয়ে বেশি ডেঙ্গি রোগী পাওয়া যাচ্ছে। ঢাকা শিশু হাসপাতালে একদিনে সর্বোচ্চ ৮০ শিশু ভর্তি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত এখানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৫৪ জন।চলতি মাসের ২১ দিনেই হাসপাতালটিতে শিশু রোগী ভর্তি হয়েছে ২৩২ জন।এ পর্যন্ত এ হাসপাতালে ছয় জনের মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button