দেশজুড়ে

শ্রীনগরের কুকুটিয়ায় শোকসভা ও দোয়া মাহফিল

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। শনিবার বিকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) সাবেক চেয়ারম্যান আলহাজ সেলিম আহমেদ ভূইয়া।

কুকুটিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শেখ আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বলের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু, কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. বাবুল হোসেন বাবু, কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিন্টু, সাবেক সহ-সভাপতি আব্দুল ছালাম সেন্টু মুক্তার, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মো. মহাসিন, কুকুটিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মঈম কমল, যুবলীগ নেতা রফিকুল ইসলাম মোল্লা, আকাশ আহম্মেদ সুমন, তোফায়েল আহমেদ, আব্দুল কাদির, ইমরান হোসেন মানিক, ফিরোজ তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম আদর ও আল আমিন ভূইয়া, ইয়াদুল, মেহেদী হাসান রিয়াজসহ অনেকে। দোয়া মাফফিল শেষে প্রায় ২ হাজার গরীব ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button