দেশজুড়ে

বাগেরহাটের মোরেলগঞ্জে এক সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেখ সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোরেলগঞ্জে এক সন্তানের জননী প্রভাতী রানী (৪০) নামে গৃহিণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তার স্বজনেরা। আজ শনিবার বেলা ১১টায় কুমারখালী গ্রাম থেকে ওই গৃহিণীর মরদেহ হেফাজতে নেয় পুলিশ। তিনি এক সন্তানের মা এবং ওই গ্রামের কৃষক বিপুল হালদারের স্ত্রী।

এ বিষয়ে তার বিপুল হালদার বলেন, শুক্রবার দিবাগত রাত ১০টার পরে খাবার খেয়ে সকলে ঘুমিয়ে পড়ি। রাতের কোন এক সময় সে ঘর থেকে বেরিয়ে যায়। শনিবার ভোর ৫টা দিকে বাড়ির পিছনে কাঠাল গাছের সাথে পাওয়া যায় তার ঝুলন্ত মরদেহ। সে দীর্ঘদিন অসুস্থ ছিল বলেও দাবি করেন তিনি বিপুল হালদার।এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রভাতী রানীর মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button