মাগুরায় অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগে কৃষক কারাগারে


মতিন রহমান, মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে বাবর আলী ওরফে বাবু নামের ৫০ বছর বয়সী এক কৃষকের বিরুদ্ধে ২৫ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবুকে আটক করে পুলিশ। বাবু সহ অজ্ঞাত আরো একজনের বিরুদ্ধে মহম্মাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে আসমা আক্তার নামে ওই ভুক্তভোগী পরিবার।
এঘটনায় মামলার এজাহার সূত্রে জানা গেছে, কৃষক বাবর আলী ওরফে বাবু সহ অজ্ঞাত নামা আরো এক ব্যাক্তি গত ২৯ জুলাই রাত ১২টার পরে আসমার ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে ওই নারী চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যায়। ভুক্তভোগী নারীর স্বামী চাকরির সুবাদে বাড়ির বাইরে থাকে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়। এসব ঘটনার পরে ওই এলাকায় বিভিন্ন আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
এদিকে অভিযুক্ত বাবুকে ষড়যন্ত্রমুলকভাবে একটি সাজানো ও মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন বাবুর পরিবার ও এলাকাবাসি।এঘটনায় সুস্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত করে প্রকৃত ঘটনা উদঘাটন সহ বাবুকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তারা।
অভিযুক্ত বাবু মোল্যার বাড়ি বালিদিয়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সিদ্দিক মোল্যার পুত্র। তার স্ত্রী ও ৪ পুত্র সন্তান রয়েছে।
এঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা জানান, ডাক্তারি রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।