লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের অক্সিজেন সেবা চালু
শাহদাত সুমন, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত রোগীদের সেবায় অক্সিজেন সেবা চালু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা।
শুক্রবার (২০ আগষ্ট) বিকাল ৪টার সময় লক্ষ্মীপুর সেলিনা হোসাইন হাফেজিয়া মাদরাসায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অবঃ) মুহা. ইব্রাহীম এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাও. মহিউদ্দিনের সঞ্চালনায় করোনা আক্রান্ত রোগীদের সেবায় এ অক্সিজেন সেবা কার্যক্রমের শুভ উদ্ভোধন এবং সেবা প্রদানকারীদের কে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনের হাতপাখার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাও. জহির হোসাইন, লক্ষ্মীপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি মাও. আ হ ম নোমান সিরাজী, সাংগঠনিক সম্পাদক মাও. ইমরান হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি হাঃ লোকমান হোসাইন, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব মাও. সোলাইমান সাহেব, ইসলামী যুব আন্দোলনের জেলা সহ-সভাপতি মাও. মোখলেসুর রহমান, ইশা ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহা. তানভীর হোসাইন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন মানুষ মানুষের জন্য আমরা করোনার শুরু থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাধ্যমে দেশের মানুষের পাশে ছিলাম, লক্ষ্মীপুরে ধাপে ধাপে করোনা আক্রান্ত ব্যক্তিদেরকে সেবা দিচ্ছি তারই ধারাবাহিতায় এখন থেকে লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য অক্সিজেন সেবা চালু করা হয়েছে।
এসময় অক্সিজেন সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদান করেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার সার্জেন্ট মুহা. ইউছুপ আলম ও যুব রেড ক্রিসেন্ট লক্ষ্মীপুর ইউনিটের যুব প্রধান আব্দুল আওয়াল খোকন।