চাঁপাইনবাবগঞ্জে বারি আম-১১ সম্প্রসারণে মাঠ দিবস
ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ বারোমাসী বারি আম-১১ এর বাগান সম্প্রসারণে উদ্যোগী হচ্ছে কৃষি বিভাগ। এ আমের চারাকলম সহজলভ্য করা ও বাগান তৈরীতে কৃষককে উৎসাহী করার কাজও শুরু হয়েছে। সেই সাথে আম রপ্তানীর জন্য প্রয়োজনীয় অবকাঠামো, ভ্যাপার ট্রিটমেন্ট প্লান্ট ও প্যাকেজিং হাউস নির্মানের উদ্যোগও নেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে আজ শুক্রবার দুপুরে আঞ্চলিক উদ্যানতত্ব গবেষনা কেন্দ্রে অনুষ্ঠিত বারি আম-১১ এর মাঠ দিবসের কৃষি বিভাগের এসব উদ্যোগের কথা জানান, কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) কমলা রঞ্জন দাশ। তিনি আরো বলেন, এ মৌসুমে আমের চাষ বাড়লে কৃষক ভাল দাম পাবে এবং সেইসাথে লাভবান হবেন। এ আম অসময়ে ফল দেয় ও বারোমাসী।
আঞ্চলিক উদ্যানতত্ব গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএসআরআই’র পরিচালক ড. সমজিৎ কুমার পাল, ডাল গবেষনা কেন্দ্রের পরিচালক ড. দেবাশীষ সরকার, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, আঞ্চলিক উদ্যানতত্ব গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে জেলার ৮০ জন বাগান মালিক ও কৃষক অংশ নেন।