দেশজুড়ে

স্কুল যেন ধান শুকানের মাঠ

মোঃ রনি খান, মির্জাগঞ্জ থেকেঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে শিক্ষক-কর্মচারীদের অবহেলায় স্কুল যেন ধান শুকানোর মাঠে পরিণত হয়েছে। করোনা সংক্রমণে সারা দেশের ন্যায় পাঠদান কার্যক্রম বন্ধ থাকলেও শ্রেণিকক্ষে ও বারান্ধায় বিদ্যুৎ ব্যাবহার করে ধান বিছিয়ে পরিবেশ নষ্ট করছে ঐ এলাকার প্রভাবশালী খবির হাওলাদার ।

শুক্রবার (২০ আগাষ্ট) উপজেলার আমড়াগাছিয়া ইনিয়নের এন ডব্লিউ ঝাটিবুনিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ে একটি কক্ষে ধান রেখে বারান্ধায় বিছিয়ে রাখার চিত্র দেখা যায়।

খোঁজ নিয়ে যানা যায়, স্কুল বন্ধ থাকার সুযোগে ঐ স্কুলের পাশের বাড়ীর মোঃ খবির হাওলাদার স্কুলের কক্ষ দখল করে পরিবেশ নষ্ট করে মাঠে পরিনত করেন।

স্কুলের প্রধান শিক্ষক মোসাঃ শাহানা পারভীন, সত্যতা স্বিকার করে বলেন আমি উপরোক্ত কর্মকর্তাকে জানিয়েছি তাদের কনসেন্ট অনুযায়ী সেখান থেকে ধান সরিয়ে পরিস্কার করা হয়েছে৷ তবে তাদের প্রতি আইনগত কোন ব্যাবস্হা নেওয়া হইনি।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ তানিয়া ফেরদৌস বলেন,স্কুলের বিষয় মামলা রয়েছে এবং গতকালকে অভিযোগ আসছে । তবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্হা নিবেন ঐ স্কুলের প্রধান শিক্ষক। তার সাথে সহযোগিতা করবেন মাধ্যমিক শিক্ষা অফিসার

মোঃ নজরুল ইসলাম বলেন, আমাকে মুঠোফোন জানানোর পর ঐ স্কুলের প্রধান শিক্ষককে অবগত করেছেন। এবং ধান সরিয়ে স্কুল পরিস্কার করতে বলা হয়েছে৷

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button