খুলনার গিলাতলায় ” জাহানাবাদ এ্যাডভেঞ্চার বেইজ ’’ এর উদ্বোধন


আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীর গিলাতলায় জাহানাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন স্থানে ১৯ আগষ্ট বৃহস্পতিবার সম্পূর্ণ নতুন পরিসরে নতুন রাইড দ্বারা সুসজ্জিতভাবে ”জাহানাবাদ এডভেঞ্চার বেইজ” এর উদ্বোধন হয়। পার্কটি সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হচ্ছে।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন জাহানাবাদ সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মামুন এনডিসি, পিএসসি।
এছাড়াও উপস্থিত ছিলেন এম.সি.এস.কে ফুলতলা খুলনার অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মাকসুদুল হক এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। পার্কে আমদানীকৃত সম্পূর্ণ নতুন বেশকিছু রাইড- ফেরীস হুইল, ফ্লাইং চেয়ার, বানজি ট্রামপোলিন, বাম্পার কার, হিউম্যান জাইরোস্কোপ স্থাপন করা হয়েছে।
এছাড়াও শিশুদের জন্য অনেকগুলি ফ্রি খেলার সরঞ্জাম রয়েছে। পার্কটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে এবং সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।