দেশজুড়ে
বেড়েছে তিস্তার পানি, বন্যার আশঙ্কা


উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি আবারও বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (২০ আগস্ট) সকাল ৬টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢল অব্যাহত থাকলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারত নিয়ন্ত্রিত তিস্তার উজানে গজলডোবা ব্যারেজের কারণে পানি কখনো বাড়ছে আবার কখনো বা কমছে। তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম সূত্র আরটিভি নিউজকে জানিয়েছে, উজানের ঢলের কারণে পানি ব্যারেজ পয়েন্টে উঠা-নামা করছে।
পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানিয়েছেন, উজানের ঢলের কারণে তিস্তায় পানি কখনো কমছে আবার কখনো বাড়ছে।