নওগাঁয় ১০০কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫


মোঃ সুইট হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর সদর উপজেলার বাইপাস মোড় থেকে বৃহস্পতিবার (১৯আগষ্ট) ১০০ কেজি সহ মোঃ শাহাজালাল(২১) ও আবুল বাসার(২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
আটককৃতরা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার হারিকান্দা গ্রামের মৃত মান্নান এর ছেলে শাহাজাহান(২১) এবং দিলারপুর গ্রামের মৃত খুরশিদের ছেলে আবুল বাসার (২৭)।
জানাগেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে RAB-5, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল নওগাঁ জেলার সদর থানাধীন বাইপাস মোড়ে পাকা রাস্তা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে, ১০০ কেজি গাঁজা, ২১২ বোতল মাম পানি (প্রতিটি ১ লিঃ), ২৫০ পিচ টিস্যু বক্স, ২৫ টি খালী কার্টুন,০১ টি কাভার্ড পিকআপ ভ্যান, ০১ সেট গাড়ীর কাগজপত্র ও নগদ ৪ হাজর টাকা উদ্ধার করে এবং আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেন।