দেশজুড়ে

বেনাপোলে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ মনিরুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে বেনাপোল ডুপপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় । আটক মনিরুল ইসলাম বেনাপোল পোর্ট থানাধীন মানকিয়া গ্রামের ছিদ্দিক আলীর ছেলে।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খানের নেতৃত্বে এসআই রোকনুজ্জামান সংঙ্গীয় ফোর্স নিয়ে ডুপপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ মনিরুলকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলার রুজু হয়েছে ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button