দেশজুড়ে

রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাবনার ৫ জন, রাজশাহীর ২ জন, নাটোর ও নওগাঁর একজন করে রয়েছেন।

মৃতদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ, ৩জন উপসর্গ নিয়ে এবং একজন নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক জটিলতায় মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। এনিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ২৫৪ জন।

এদিকে আগেরদিন বুধবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৪৬ টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ১৫ দশমিক ০৩ শতাংশ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button