মির্জাগঞ্জে ২০ পিচ ইয়াবাসহ আটক ১

0
152

মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধিঃ মির্জাগঞ্জে ২০পিচ ইয়াবাসহ মোঃ রুবেল হাওলাদার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৮আগস্ট)বিকাল সাড়ে ৪ টায় উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের থানা সংলগ্ন ষ্টীল ব্রিজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেল হাওলাদার দেউলী-সুবিদখালী ইউনিয়নের পশ্চিম-সুবদিখালী গ্রামের মোঃ সামসুল হকের ছেলে।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম মহিবুললাহ্ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এসআই ইব্রাহীম ও সাইফুল ইসলামের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে। রুবেল একজন নিয়মিত মাদকসেবী ও ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।