জাতীয়

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি। বুধবার (১৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম।

মো. শফিকুল ইসলাম জানান, বুধবার (১৮ আগস্ট) বিকেল ৩টার পর পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১৩ আগস্ট) সকালে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে কেটাইপ ফেরি কাকলির। তারপর থেকেই নৌরুটে ফেরি চলাচল সীমিত করে ঘাট কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button