দেশজুড়ে

খুলনায় তিন হাসপাতালে ৪ মৃত্যু

খুলনার তিন হাসপাতালে গত একদিনে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে খুলনা ডেডিকেটেড হাসপাতালে ২ জন, শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১ জন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন তিন হাসপাতালের মুখপাত্র।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত একদিনে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত একদিনে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নগরীর মুন্সিপাড়ার মাজেদা হক নামের এক রোগীর মৃত্যু হয়েছে।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, গত একদিনে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাটের মোল্লাহাটের শাহিদা বেগম নামে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button