দেশজুড়ে

খুনি জিয়ার মুখোশ উন্মোচন করতেই হবে: তথ্য প্রতিমন্ত্রী

তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর প্রতিনিধিঃতথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি বলেন বাঙালি জাতি অনেক কেঁদেছে,আর কাঁদতে চায় না।বঙ্গবন্ধু হত্যার খুনীর মুখোশ উন্মোচন করতেই হবে।আমার সন্তানদের জন্য,আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য।এই খুনির নাম জিয়াউর রহমান।এই খুনীর মরণোত্তর বিচার বাংলার মাটিতে করতেই হবে।

গতকাল মঙ্গলবার(১৭ আগস্ট)বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সমিতিসমূহ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ দাবি করেন।

তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি বলেন, জাতির পিতা কখনো আপোষ করে নাই,বেইমানী করে নাই,পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্তচক্ষুকে ভয় পায় নাই,মাথা নিচু করে নাই।সে শিক্ষাই জাতির পিতা আমাদের দিয়ে গেছেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরো বলেন,খুনী জিয়াউর রহমানের বিচার হবেই,কারণ আমাদের মা’র নাম বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা,সেই আস্থা ও বিশ্বাস আমাদের আছে।খুনীর মুখোশ উন্মোচন করাই আমার শপথ ও অঙ্গীকার বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও স¤প্রচার মন্ত্রী ডঃ হাছান মাহমুদ,সভাপতি করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।এছাড়া চলচ্চিত্র প্রযোজক সমিতি ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি/সাধারণ সম্পাদকসহ অভিনেতা,অভিনেত্রী ও কলাকুশলী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button