দেশজুড়ে

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানিকগঞ্জে যুবলীগের পথসভা

মোহাম্মদ জহিরুল ইসলাম ,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদদে দেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে পথসভা ও মানববন্ধন করেছে মানিকগঞ্জ জেলা যুবলীগ।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে ঘন্টাব্যাপী এ পথসভা ও মানববন্ধন করা হয়।

পথসভা ও মানববন্ধনে জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম (পিপি), যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, আ ফ ম সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি।

এ সময় অন্যানের মধ্যে উপস্থি ছিলেন জেলা যুবলীগের সদস্য সৌমিত্র সরকার মনা, সুবল সাহা, সামিউল আলীম রনি, মনিরুল ইসলাম খান মণি, পৌর যুবলীগ নেতা মশিউর রহমান, মাহমুদুল হক শুভ প্রমুখ।

এ সময় বক্তারা তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী সংঘটিত সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button