দেশজুড়ে
মোহনপুরে শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল


রিপন আলী, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মৌপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খান।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয় সম্পাদক সাবেক চেয়ারম্যান সোহরাব আলী খান, ইউপি চেয়ারম্যান আল আমিন বিশ্বাস, সহ-সভাপতি শরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযুদ্ধ বিষয় সম্পাদক অধ্যাপক সামসাদুল ইসলাম, আব্দুর রহিম, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান তোতা, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মুরশেদ আলী প্রমুখ ।