রাঙ্গাবালীতে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালিত
এম এ ইউসুফ আলী,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দোয়া মোনাজাত ও আলোচনা সভা করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার গহিনখালী বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ কর্মসূচিতে ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ জাহান মাহমুদের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পটুয়াখালীর-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, সহ-সভাপতি আবুল হোসেন মাস্টার, বেনজির বাচ্চু, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রওশন আহম্মেদ মৃধা, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাকারিয়া জাবের প্রমুখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ কালরাত্রিতে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলার ছোটবাইশদিয়া আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচি শেষে দুস্থ-অসহায় লোকদের মাঝে কাঙালি ভোজ বিতরণ করা হয়।